গোপালগঞ্জে কৃষকের জমির ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ০০:১৪
গোপালগঞ্জে লকডাউনে শ্রমিক সংকট দেখা দেয়ায় কৃষক হাসান শরীফের তিন বিঘা জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কে এস আশিকের নেতৃত্বে ছাত্রলীগের ২০ সদস্যের একটি দল কৃষক হাসান শরীফের তিন বিঘা জমির ধান কেটে দেন। পরে তারা সেই ধান মাড়াই করে ঘরে তুলে দেন।
কৃষক হাসান শরীফ বলেন, এবার তিন বিঘা জমিতে ধান করেছি। গরম হাওয়ার কারনে কিছু ধান নষ্ট হয়েছে। কিন্তু শ্রমিক সংকটের কারনে ধান কাটতে পারছিলাম না। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছ এতে আমি খুশি হয়েছি।
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কেএস আশিক বলেন, লকডাউনের কারনে জেলায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষক হাসান শরীফ শ্রমিক না পাওয়ায় তার জমির ধান কাটতে পারছিলেন না। আমরা খবর পেয়ে তার জমির ধান কেটে দিয়েছি। আগামীতেও কৃষকের পাশে থেকে তাদের জমির ধান কেটে ঘরে তুলে দেয়ার আশা প্রকাশ করেন তিনি।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।