লকডাউনের ১০মদিন পলাশবাড়ীতে মামলায় ১ হাজার ৫শ' টাকা জরিমানা
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ২১:১৯
করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের লকডাউনের ১০ম দিন গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মামলায় ১ হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার সর্বত্র সার্বজনীন জনস্বার্থে জনসচেতনাসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি নির্দেশনা সমূহ বাস্তবায়নে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
শুক্রবার (২৩ এপ্রিল) পৌরশহর ছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা,মুখে মাস্ক না পড়া এবং সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পৃথক ৩ মামলায় ১ হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে অভিযানে এসময় আইনশৃঙ্খলা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন থানার এসআই মানিক রানাসহ সঙ্গীয় পুলিশ ফোঁস।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।