সাতক্ষীরায় লকডাউনে স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ২৩:৫৮

সাতক্ষীরায় লকডাউনে স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ

সাতক্ষীরায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের ১১তম দিন।

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে সাতক্ষীরার বিভিন্ন সড়কে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। অন্যান্য দিনের তুলনায় সড়কগুলোতে যানবাহনের উপস্থিতি অনেক বেশি। তাছাড়া সরকার ঘোষিত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও প্রশাসনের তেমন কোন নজরদারি লক্ষ্য করা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিধান করে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে কাঁচা বাজারগুলোতে কেনাকাটা করার নির্দেশনা থাকলেও তা মানছে না অধিকাংশ ক্রেতা-বিক্রেতা।

এদিকে, লকডাউনের মধ্যে দোকানপাট খোলারাখা, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ২৪ ঘন্টায় ২১টি মামলায় ১৮ হাজার ৬৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে এনডিসি মোঃ আজহার আলী।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top