নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি বন্ধ
হিলি থেকে | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ২১:৫১
ভারতে পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আজ সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ রয়েছে। বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও বন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড ও ছাড় করণের কাজ অব্যাহত রয়েছে।
বন্দরের আমদানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, ভারতে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের করনে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে আবারও দুই দেশে মধ্য আমদানি- রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।