সুনামগঞ্জের সীমান্তে ভারতীয় মাদক ও পণ্য জব্দ

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ২২:১০

সুনামগঞ্জের সীমান্তে ভারতীয় মাদক ও পণ্য জব্দ

সুনামগঞ্জের সীমান্তে যৌথ অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ, পাথর, কয়লা, সুপারি, জীবন বিড়ি এবং বাংলাদেশি মটর ডাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় মাদক ও পণ্যের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির যৌথ অভিযানে দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির টহল দল সোমবার (২৬ এপ্রিল)গভীর রাতে সীমান্ত পিলার ১২২৭/১০-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ০৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১২,০০০/- টাকা।

অন্যদিকে, দোয়ারাবাজারের বাগানবাড়ী বিওপির টহল দল সোমবার (২৬ এপ্রিল)গভীর রাতে সীমান্ত পিলার ১২২৭/১০-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ৫০০০ পিস ভারতীয় জীবন বিড়ি আটক করে, যার মূল্য ৮,৫০০/- টাকা।

এদিকে, তাহিরপুরের বালিয়াঘাটা বিওপির টহল দল রবিবার(২৫ এপ্রিল)রাতে সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ১৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ২৪,০০০/- টাকা।

অন্যদিকে, দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির টহল দল রবিবার(২৫ এপ্রিল) দুপুরে সীমান্ত পিলার ১২৩১/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান হতে ৩৩০ ঘনফুট ভারতীয় পাথর আটক করে, যার আনুমানিক মূল্য ৩৯,৬০০/- টাকা।

এদিকে, তাহিরপুরের টেকেরঘাট বিওপির টহল দল রবিবার(২৫ এপ্রিল)দুপুরে সীমান্ত মেইন পিলার ১১৯৯ এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ১,৬০০ কেজি কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২০,৮০০/- টাকা।

অন্যদিকে, দোয়ারাবাজারের পেকপাড়া বিওপির টহল দল রবিবার(২৫ এপ্রিল) সন্ধ্যায় সীমান্ত মেইন পিলার ১২৩০ এর নিকট হতে আনুমানিক ৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ৭৭ কেজি ভারতীয় সুপারি আটক করে, যার আনুমানকি মূল্য ৭,৭০০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান,আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং পাথর, কয়লা, সুপারি, জীবন বিড়ি ও বাংলাদেশী মটর ডাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top