গোপালগঞ্জে বৃদ্ধাশ্রমে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান
গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ২৩:১২
গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার হাইশুর বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় দুস্থদের আর্থিক সহায়তা হিসাবে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ সঞ্চয়পত্র প্রদান করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসাবে এই আর্থিক সাহায্যের সঞ্চয়পত্র বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক আশুতোষ বিশ্বাসের হাতে তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোধ ওসমান গনি, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, এনডিসি মিলন সাহাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন ও স্থানীয় সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন।
হাইশুর বৃদ্ধাশ্রমের তত্ত্বাবধায়ক আশুতোষ বিশ্বাস বলেন, আমার বৃদ্ধা শ্রমে এখন ২৩জন আশ্রিত রয়েছেন। বিভিন্ন জনের কাছ থেকে সহযোগীতা নিয়ে এনাদের দেখভাল করছি। জেলা প্রশাসন বৃদ্ধাশ্রমে যে সহযোগীতা করলো এতে আশ্রিতরা এখন আগের থেকে আরো একটু ভাল থাকতে পারবে।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এ আশ্রমটিতে ২৩ জন বৃদ্ধ ও বৃদ্ধা রয়েছেন। আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। সেই চিন্তা থেকে তাদের জন্য কিছু করতে এই বৃদ্ধাশ্রমে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হলো। এসব অসহায় মানুষের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।