শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পলাশবাড়ীতে কুপ্রস্তাবে রাজী না হওয়ায়

বিধবার বসতবাড়ীতে পেট্রোল ঢেলে আগুন

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ০৪:৫১

পলাশবাড়ীতে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় বিধবার বসতবাড়ীতে পেট্রোল ঢেলে আগুন

পলাশবাড়ীকে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় এক বিধবা নারীর বসতবাড়ীতে পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এনিয়ে ২৬ এপ্রিল সকাল ১০ টায় গ্রামবাসীর সমন্বয়ে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরসভার আমবাড়ী গ্রামের মৃত রানু মিয়ার বিধবা স্ত্রী ছাফিয়া বেগম ২ সন্তানের জননী প্রায় ৬ বৎসর পূর্বে রানু মৃত্যুর পর এক ছেলে এক মেয়েকে নিয়ে অতিকষ্টে দিন অতিবাহিত করে আসছিল। স্বামী না থাকার সুযোগে একই গ্রামের মৃত ওয়াহেদের পুত্র আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী দুই স্ত্রীর স্বামী শাহাফুল ইসলাম দীর্ঘদিন থেকেই উক্ত বিধবা ছাফিয়াকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

একপর্যায়ে তাকে নিকাহ করবেন বলে জানান। কিন্তু তার প্রস্তাবে রাজী না হওয়ায় ২৪ এপ্রিল শনিবার গভীর রাতে ছাফিয়া বেগম ও তার ছেলে-মেয়ে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সুযোগে তার বসতবাড়ীতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ছাফিয়া বেগম জানান। এ নিয়ে ২৬ এপ্রিল সকাল ১০ টায় ওই গ্রামের কয়েকশত মানুষের সমন্বয়ে শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। শালিসী বৈঠকে উপস্থিত বিভিন্নজনের বক্তব্যে অভিযুক্ত শাহাফুলের ইতিপূর্বে একাধিক মেয়েলি কেলেঙ্কারি রয়েছে বলে জানা যায়। শালিসী বৈঠকের কথা শুনে উক্ত শাহাফুল বাড়ী থেকে গা ঢাকা দেন। এ ব্যাপারে পলাশবাড়ী থানার মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top