মহিলা আ’লীগের উদ্যোগে
সাতক্ষীরায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১, ২২:৩৬

সাতক্ষীরায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার শহরের কাটিয়া লষ্কর পাড়ায় এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উক্ত খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা। সেখানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস ও রুখসেনা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, কোষাধ্যক্ষ হেলেনা পারভীন প্রমূখ।
অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে ২ শতাধিক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: সাতক্ষীরা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।