সৈয়দপুরে কেজিতে বিক্রি হওয়ায় ক্রেতার নাগালের বাইরে তরমুজ
নীলফামারী থেকে | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ০৪:২৩
গ্রীষ্মকালীন ফল তরমুজ পিস হিসাবে ক্রয় করে কেজি দরে বিক্রি করায় নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ক্রয়ের নাগালের বাইরে চলে গেছে। বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুরে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারণে ইচ্ছা থাকা স্বত্বেও ক্রয় ক্ষমতার বাহিরে দাম হওয়ায় হতাশ মনে ফিরে যাচ্ছে অনেকে ক্রেতা।
বিগত বছরগুলোতে উপজেলার সর্বত্রই তরমুজের পিস হিসেবে বিক্রি করতে দেখা গেছে। চলতি মৌসুমে বাজারে তরমুজের পর্যাপ্ত জোগান থাকা সত্ত্বেও এ বছর তরমুজ কেজিতে বিক্রি হচ্ছে। রোজার আগে যেই তরমুজ প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে সেই তরমুজ রোজার মধ্যে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে।
আগে ৫ কেজির একটি তরমুজের দাম ছিল ১২০ থেকে ১৫০ টাকা। অথচ এখন ৫ কেজির একটি তরমুজ কিনতে গুনতে হয় ৩০০ থেকে ৩৫০ টাকার মতো। অনেক ক্রেতা এসে বিক্রেতার সঙ্গে দাম নিয়ে দর কষাকষি করছেন। একপর্যায়ে তারা বিবাদেও জড়িয়ে পড়ছেন। যেহেতু কেজিতে বিক্রি হচ্ছে তাই অনেক ক্রেতা কেটে ১ কেজি তরমুজ চাচ্ছে দোকানির কাছে। এ নিয়েও চলছে বাকবিতন্ডা।
তরমুজ কিনতে আসা শহরের গোলাহাট এলাকার বেসরকারি স্কুলের শিক্ষক রেজা মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। অতিরিক্ত দামের কারণে তরমুজ কিনতে না পেরে ফিরে যাচ্ছি। তিনি আরও বলেন, বাজারে প্রশাসনের নজরদারির অভাবেই এই অব্যবস্থাপনা। আমার মতো আরও অনেকে তরমুজ কিনতে এসে ফিরে যাচ্ছেন।
শহরের বড় বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যবসায়ী জানান, আড়ৎদাররা পাইকারিবাজার থেকে তরমুজ ’শ হিসেবে কিনে তা কেজিতে বিক্রি করছেন। ফলে আমরাও কেজিতে বিক্রি করতে বাধ্য হচ্ছি। বাজার মনিটরিং করলে কেজির কাহিনী উন্মোচন হবে বলে মনে করছেন।
অপরদিকে পরিবারের জন্য প্রিয় ফলটি না কিনতে পেরে পুষ্টিগুণ থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ ক্রেতারা কেজি দরে তরমুজ বিক্রিকে ভোক্তাদের সঙ্গে বড় রকমের প্রতারণা ও চালবাজি আখ্যায়িত করছেন। কেজিদরে তরমুজ কিনতে চাচ্ছেন না তারা। আবার কেউ কেউ তরমুজ বয়কটের শ্লোগানও দিচ্ছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।