বাঁশখালীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা থেকে | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১, ২৩:৩৯

বাঁশখালীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালিতে এসএস কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ন্যায্য দাবির সমাবেশে পুলিশ ও এসএস পাওয়ার লিমিটেডের অস্ত্রধারীদের গুলিতে শ্রমিক নিহত ও আহতের ঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায় বিচার ও ক্ষতি পূরণের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপকূলীয় উপজেলা শ্যামনগরের পাতাখালি বাজারে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটারনাল ডেট এর আয়োজনে উক্ত মনববন্ধন কর্মসূচী পালিত হয়।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সদস্য মুহতারাম বিল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাতক্ষীরা জেলা সমন্বয়ক শাহিন বিল্লাহ, শাহরিয়া সুলতানা, তৈয়েবুর রহমান প্রমুখ।

বক্তারা এসময় বলেন, বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, করোনাকালে জনগণের চিকিৎসাসেবা, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কয়লা ভিত্তিক সকল কেন্দ্র বন্ধ ঘোষণার জন্য আহ্বান জানান তারা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top