পলাশবাড়ীতে মোটর শ্রমিকদের বিক্ষোভ
গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ৩ মে ২০২১, ০২:১২
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে মোটর পরিবহন শ্রমিকরা। রোববার দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচি পালন করে।
শুরুতে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌমাথা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর প্যানেল মেয়র আব্দুস সোবাহান বিচ্ছু , সংগঠনটির দপ্তর সম্পাদক আরিফ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টানা লকডাউন চলমান রয়েছে। এতে বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। যার ফলে এসব পরিবহন শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। অবিলম্বে সুবিধা বঞ্চিত শ্রমিকদের সুবিধাদি প্রদানে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।