জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ঘোড়াঘাটে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৩ মে ২০২১, ২২:২০

ঘোড়াঘাটে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

"জলাতঙ্ক বিষয়ে নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এম, ভি, ভি) কার্যক্রম ২০২১ এর অংশ হিসেবে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নুর নেওয়াজ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রুমানা আকতার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হোসেন, ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মণ্ডল, বুলাকীপর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাভলু, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান তৈাহিদুল ইসলাম।

অবহিতকরণ সভায় জলাতঙ্ক রোগ নিয়ে ব্যাপক আলোচনায় অংশগ্রহণ করেন, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের সুপারভাইজার মোঃ সামির হোসেন। তিনি জানান, ৬মে থেকে ১০মে পর্যন্ত ঘোড়াঘাট উপজেলায় এ কার্যক্রম চলমান থাকবে। অবহিতকরণ সভা সঞ্চালন করেন, স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top