সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করাসহ
৪ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৪ মে ২০২১, ০৫:৫০

সরাসরি কৃষকের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে ধান ক্রয় করাসহ ৪ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার ৩ মে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি প্রভাষক গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন জেলা সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা, ডাক্তার আব্দুল জব্বার, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা প্রান্তিক কৃষক ও ক্ষেতমজুরদের আর্মি রেটে রেশন, ১০ টাকা কেজি দরে ওএমএসের পর্যাপ্ত চাল বিক্রির ব্যবস্থা, টিসিবির পণ্যের দাম কমানো, পাড়ায় পাড়ায় বিক্রির ব্যবস্থা করা, ব্যবহার অনুপযোগী পণ্য বিক্রি বন্ধ করাসহ জেলায় জেলায় করোনা ল্যাব স্থাপন করে দৈনিক ১ লক্ষ কোভিড টেস্ট করা, করোনা চিকিৎসার শয্যা সংখ্যা বৃদ্ধি এবং প্রতি জেলায় কমপক্ষে ৫০টি আইসিইউ বেড স্থাপন, সরকারি হাসপাতালে করোনা চিকিৎসার সকল ঔষধ-পথ্য বিনামূল্যে নিশ্চিত করার দাবি জানান।
সেইসাথে কৃষি ঋণ মওকুফ, এনজিওর কিস্তি আদায় বন্ধ, কৃষকদের বিনা সুদে দীর্ঘমেয়াদী পরিশোধযোগ্য ঋণ প্রদান, প্রান্তিক চাষি ও বর্গা চাষিদের সরাসরি আর্থিক প্রণোদনা দেয়ার দাবি করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।