মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত

অসহায় জনগনরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ৫ মে ২০২১, ০৩:৩৫

লক্ষ্মীপুরে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় জনগনরা পেলেন প্রধানমন্ত্রীর উপহার

লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি অসহায়, দু:স্থ, গরীব ও কর্মহীন ৫’শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দেয়া উপহার নগদ ৫’শ টাকা করে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে এ নগদ অর্থ বিতরণ করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।

এ সময় উপস্থিত ছিলেন চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী, ট্যাগ অফিসার ইউআরসি ইন্সট্রাক্টর জনাব মো: বেলাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অসহায় দুস্থ পরিবারের তালিকা করে এ ইউনিয়নে ৫’শ অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া ৫’শ টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top