দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে | প্রকাশিত: ৫ মে ২০২১, ০৪:৩৪

দোয়ারাবাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে বজ্রপাতে মো: আব্দুল বারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মো: আব্দুল বারী উপজেলার পান্ডারগাও ইউনিয়নের নতুন নগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।

মঙ্গলবার (০৪ মে )সকালে দেখার হাওরে গরু চড়াইতে যায়। হাওরে অবস্থান করাকালীন সময়ে প্রচণ্ড বজ্রপাতের কবলে পড়িয়া তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

নিহতের বড় ভাই মো: হোছন আলী জানান,মঙ্গলবার (৪ মে) সকাল ৮ ঘটিকার সময় দেখার হাওরে গরু চড়াইতে যায়। সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় বড় ঝড় ও বৃষ্টি আসলে মো: আব্দুল বারী হাওরে অবস্থান করাকালীন সময়ে প্রচণ্ড বজ্রপাতের কবলে পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাজির আলম বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের বড়ভাই মো: হোছন আলী ও মৃতার পরিবারের লোকজন সহ নিকট আত্নীয়রা বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য লিখিত ভাবে আবেদন করিলে বজ্রপাতের কবলে পড়িয়া মৃত্যুবরণ করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে নিহতের বড়ভাই মো: হোছন আলীর নিকট মৃত হোছন আব্দুল বারী (৫০) এর লাশ হস্তান্তর করা হয়েছে।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top