অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৫ মে ২০২১, ০৭:৪৬
গাইবান্ধার কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাশেদুর জামান রোকনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কঞ্চিপাড়ার সার্বিক উন্নয়ন বাস্তবায়ন কমিটি । সংবাদ সম্মেলনে তারা বলেন, অবৈধভাবে নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে মোঃ মেহেদী হাসান বাবু এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান অধ্যক্ষ একই দিনে ১৯ জন প্রভাষক নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন এমনকি সমাজ বিজ্ঞান বিভাগের এক প্রভাষকের সার্টিফিকেট জালিয়াতি করেও তাকে সরকারী টাকা উত্তোলনের সুযোগ করে দেন। তিনি দাবি করেন এসব দুর্নীতির মাধ্যমে অধ্যক্ষ বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে। কমিটির পক্ষ থেকে অধ্যক্ষের অনিয়ম দুর্নীতির তদন্ত দাবি করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।