গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে বাড়ি ঘর ভাংচুর-লুটপাট
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৫ মে ২০২১, ০৮:৪১
গাইবান্ধা সদর উপজেলা খোলাহাটি ইউনিয়নের বারুপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়ি ঘড়ে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের মারপিটে নারী সহ ৪ জন গুরুতর আহত হয়।
অভিযোগ সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আকবর আলীর সাথে একই গ্রামের মোঃ আাসাদুল ইসলামের সাথে বসতবাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো।
সেই জের ধরে আজ দুপুরে আসাদুল ইসলাম সহ আলমগীর হোসেন রাজা মিয়া, মোঃ মোখলেস মিয়া, মোঃ ফরহাদ মিয়া সহ ২০, ২৫ জন আসাদুল ইসলাম এর নেতৃত্বে হামলা ও ভাংচুর চালায়। এসময় বাধা দিতে গেলে আকবর আলীর স্ত্রী তছিরন বেগম, ফুপাতো ভাই শহিদুল ইসলাম, চাচাতো ভাই বকুল মিয়া, শ্যালক মনজিল হোসেন কে মারপিট করলে গুরুতর আহত হয় তারা।
এছাড়াও আকবর আলীর ঘড়ে থাকা ৩০ মন ধান, ৬ মন চাল মূল্যবান কাপড় চোপড় ৩ ভড়ি স্বর্ণ ও নগদ ৭১,০০০ টাকা লুটপাট করে নিয়ে যায় আসাদুল বাহিনীর লোকজন। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এঘটনায় আকবর আলী বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।