বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার উদ্বোধন
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৫ মে ২০২১, ২৩:০৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নতুন বয়স্ক ও বিধবা ভাতাভোগিদের মাঝে মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার উদ্বোধন করা হয়েছে।
৫ মে (বুধবার) বেলা সাড়ে ১২ টার দিকে দবরস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.র.ম. শরিফুল ইসলাম জর্জে সভাপতিত্বে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ একাউন্ট খোলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এসময় তিনি মোবাইল ফোনে ভাতা ভোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। দরবস্ত ইউ, পির প্রায় ১৬শ, বয়স্ক,বিধবা,প্রতিবন্ধীদের মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম জুয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ট্যাগ অফিসার সামছুল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউ’পি সদস্যগণ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সহজেই হাতের মুঠোয় বয়স্ক ও বিধবা ভাতার টাকা ঘরে বসেই হতদরিদ্র মানুষ উত্তোলন করতে পাওে এর জন্য অত্র ইউনিয়নে ১৬শ’ বয়স্ক ও বিধবা মানুষের মাঝে একাউন্ট খোলা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।