সুনামগঞ্জে তিন লক্ষ টাকার ভারতীয় মাদক ও পণ্য সামগ্রী জব্দ

সুনামগঞ্জ থেকে মোতালিব ভুঁইয়া | প্রকাশিত: ৬ মে ২০২১, ০০:৫৬

সুনামগঞ্জে তিন লক্ষ টাকার ভারতীয় মাদক ও পণ্য সামগ্রী জব্দ

সুনামগঞ্জের সীমান্তে যৌথ অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদ, বিয়ার, জীবন/নাসির বিড়ি, পাথর, কয়লা এবং ঠেলাগাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ভারতীয় মদ, বিয়ার, জীবন/নাসির বিড়ি, পাথর, কয়লা এবং ঠেলাগাড়ির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্রে যানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির যৌথ অভিযানে মঙ্গলবার (৪ মে ) রাতে চারাগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৫/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৩৪,৫০০/- টাকা।

অন্যদিকে বাগানবাড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৬/৩-এস এর নিকট হতে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের চান্দেরঘাট নামক স্থান হতে ৪৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৬,০০০/- টাকা।

এদিকে মাছিমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৯/৪-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ০৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৯,০০০/- টাকা।

অন্যদিকে লাউরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/৬-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহিদাবাদ নামক স্থান হতে ১৩৫ ঘনফুট ভারতীয় পাথর এবং ০৪টি ঠেলাগাড়ী আটক করে, যার আনুমানিক মূল্য ৩৬,২০০/- টাকা।

এদিকে ডুলুরা বিওপির টহল দল সীমান্ত মেইন পিলার ১২১২ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৮,৫০০ পিস ভারতীয় নাসির বিড়ি এবং ০৪ বোতল বিয়ার আটক করে, যার আনুমানিক মূল্য ১৫,৪৫০/- টাকা।

অন্যদিকে মাঠগাও বিওপির টহল দল সীমান্ত পিলার ১২২৩/১০-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন রঙ্গারচর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ৬৯,৩৫০ পিস ভারতীয় জীবন বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ১,১৭,৮৯৫/- টাকা।

এদিকে লাউরগড় বিওপির টহল দল ঘটিকায় সীমান্ত পিলার ১২০৩/৫-এস এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহিদাবাদ নামক স্থান হতে ৩২০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৪,১৬০/- টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি জানান,আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় জীবন/নাসির বিড়ি, পাথর, কয়লা এবং ঠেলাগাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top