দশ ঘন্টার ব্যবধানে সুন্দরবনে ফের আগুন!
বাগেরহাট থেকে আহসান টিটু | প্রকাশিত: ৬ মে ২০২১, ০১:০৯
বাগেরহাট জেলাধীন পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় ১০ ঘন্টার ব্যবধানে ফের আগুন লেগেছে। মঙ্গলবার (৪ মে) সন্ধ্যায় আগুন নিভানো স্থানের দক্ষিণ পাশে বুধবার (০৫ মে) সকাল ১০টার দিকে ফের আগুন লাগে।
বনের পাশে বসবাস করা স্থানীয়দের মাধ্যমে আগুনের খবর পেয়ে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট আগুন নিভাতে ঘটনাস্থলে পৌঁছেছে। এর আগে ৩ মে দুপুর ১২টার দিকে শরণখোলা রেঞ্জের দাসে ভারানি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় দাস বলেন, আগুনের খবর পেয়ে আমরা বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছি। সোমবার যেখানে আগুন লেগেছিল, এবারের আগুন তার থেকে কিছুটা কাছাকাছি স্থানে। ভোলা নদী থেকে আমরা ২৫টি ডেলিভারি পাইপ লাগিয়ে আগুন লাগার স্থান পর্যন্ত নিয়েছি। আমরা আগুনের স্থানে পানি দেওয়া শুরু করেছি। আশা করছি, খুব তাড়াতাড়ি আগুন নেভাতে সক্ষম হব।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।