গাইবান্ধায় সামাজিক প্রতিরোধ কমিটির মানববন্ধন অনুষ্ঠিত
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৬ মে ২০২১, ০৫:০১
রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়ার রহস্যজনক মৃত্যুর পর চরিত্র হননের ষড়যন্ত্র বন্ধসহ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবিতে ৫ মে বুধবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে জেলা সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ওয়াকার্স পার্টি পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, পরিবেশ আন্দোলন সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, উদীচী সভাপতি জহুরুল কাইয়ুম, সাংস্কৃতিক কর্মী দেবাশীষ দাশ দেবু, জেলা জাসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন, মুনিয়ার লিখে যাওয়া ডায়েরী, কল রেকর্ড, ছবি, ভিডিও সহ নানা ধরণের প্রমাণ থাকার পরও মামলার আসামী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির কেন এখনও গ্রেফতার হচ্ছে না তা সকলকে ভাবিয়ে তুলছে। বক্তারা অবিলম্বে আসামী সায়েম সোবহান আনভিরকে গ্রেফতার ও মুনিয়ার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু ও প্রভাব মুক্ত তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।