বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

গাইবান্ধায় ধান মাড়াই মেশিন চাপায় চালক নিহত

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৭ মে ২০২১, ০৬:১২

গাইবান্ধায় ধান মাড়াই মেশিন চাপায় চালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধান মাড়াই মেশিনের চাপা পড়ে ছইয়া মিয়া (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়।

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাঠুর বিল নামস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছইয়া মিয়া গুনভরি গ্রামের আফছার আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই সময় ছইয়া মিয়া ধান মাড়াই মেশিন চালিয়ে মুন্সিরভিটা এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় কাঠুর বিল নামস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটিসহ রাস্তার নিচে পড়ে যায়। এতে মেশিনের চাপা পড়ে ঘটনাস্থলে ছইয়া মিয়া মারা যায়। এ ঘটনায় আরো চারজন শ্রমিক আহত হয়েছে।

এ বিষয়ে উড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহাতাব উদ্দিন সরকার বলেন, এই ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন ঘটনা খুবই দুঃখজনক।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top