গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে বৃদ্ধার মৃত্যু!
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৮ মে ২০২১, ০৮:১২
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল পড়ে রাবেয়া আক্তার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ মে) সন্ধ্যায় শহরের সরকার পাড়া সংলগ্ন মারকাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শহরের সরকার পাড়া গ্রামের মৃত আবু মিয়ার মেয়ে বৃদ্ধা রাবেয়া আক্তার বিকালের দিকে বাজার করতে যান। ফেরার সময় হঠাৎ করে আসা কালবৈশাখী ঝড়ে গাছের একটি ডাল ভেঙ্গে তার উপর আঘাত হানে। এসময় গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।