শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ।

গাইবান্ধার পলাশবাড়ী | প্রকাশিত: ১০ মে ২০২১, ২২:১৪

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ

গাইবান্ধার পলাশবাড়ীতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ও ঈদ উপলক্ষ্যে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফ ও প্রণোদনার আওতায় ২ হাজার '৯শ জন সুবিধাভোগীদের খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।

১০ মে সোমবার সকালে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ ভবন হতে ২২'শ ৫০ জনকে ভিজিএফ ও ৫ শ'৫০ জনকে প্রণোদনা সুবিধাভোগীর মাঝে ৪'শ ৫০ টাকা করে খাদ্য সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন গাইবান্ধা-৩, (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু,সদস্য রঞ্জনা রানী প্রমুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top