লক্ষ্মীপুরে মেঘনায় অবৈধ যাতায়াত ঠেকাতে অভিযান

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১০ মে ২০২১, ২৩:৫৫

লক্ষ্মীপুরে মেঘনায় অবৈধ যাতায়াত ঠেকাতে অভিযান

লক্ষ্মীপুরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে যাত্রী পারাপারের সময় তিনটি ট্রলার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১০ মে) সকালে ও দুপুরে মজুচৌধুরীরহাট, নুড়িরঘাট ও মাঝ নদীতে অভিযান চালিয়ে যাত্রীসহ ট্রলার জব্দ করা হয়। পরে মজুচৌধুরীরহাট ঘাটে প্রায় তিন শতাধিক যাত্রীদের নামিয়ে দেয়া হয়। এ সময় দুই ট্রলারের মাঝি আবু তাহের ও শাহাবুদ্দিনকে আটক করে ভ্রাম্যমান আদালত।

এছাড়া অবৈধ ভাবে মেঘনায় যাতায়ত ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে চেক পোষ্ট বসানো হয়েছে। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনর রশিদ জানান, গতকাল মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত নদীতে অভিযান চালানো হয়। যাত্রীসহ ২টি ট্রলার ও ২ জন চালককে আটক করা হয়। পাশাপাশি নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১টি ট্রলার আটক করে। এছাড়া দেশের বিভিন্নস্থান থেকে লোকজনের আগমন ঠেকাতে জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top