সৈয়দপুরে মাদক সম্রাট মোনাফসহ ৬ জন আটক
নীলফামারী থেকে | প্রকাশিত: ১১ মে ২০২১, ০৫:৫৯
নীলফামারীর সৈয়দপুরে মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাট মোনাফ আলী সরকার ও তার ছেলে মাহমুদ হাসান রকিসহ ৬ জনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১০ মে) উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ বোতলাগাড়ী গ্রামে মোনাফ আলীর বাড়িতে এ অভিযানকালে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জানা যায়, ওইদিন গোপন সংবাদে খবর পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর জায়েদ আল জাফরী, খবির আহমেদ, আজহারুল ইসলাম, এনামুল হক, মাসুম রেজা, আজমল হোসেন ও খোকন মিয়াসহ সৈয়দপুর থানা পুলিশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জায়েদ আল জাফরী জানান, মোনাফ আলী সরকার উত্তরাঞ্চলের একজন মাদক সম্রাট। দীর্ঘ দিন থেকে নীলফামারী জেলাসহ রংপুর ও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ নেশাজাতীয় ট্যাবলেট টাপেন্ডাডল’র পাইকারি বিক্রেতা। সে মাদকসহ ইতোপূর্বে প্রায় ৩৫ বার আটক হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটেছে। প্রতিবারই জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবারও তার মাদক ব্যবসা চালায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, আটককৃতদের ওই দিনেই নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নীলফামারী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।