গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু!
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১১ মে ২০২১, ০৭:৫৪
গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে মজিদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার এড়েন্ডাবাড়ি ইউনিয়নের ভাটিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশেই জমিতে ধান কাটতে গিয়েছিলেন মজিদ মিয়া। আসর নামাজের আগে হঠাৎ করে আকাশে মেঘ জমে বজ্র-হাওয়া শুরু হয়। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে জমিতে কাজ করা অন্য কৃষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এড়েন্ডাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।