বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

সাদুল্লাপুরে ৩০০ মানুষকে ঈদ সামগ্রী দিলো ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১১ মে ২০২১, ০৮:০৭

সাদুল্লাপুরে ৩০০ মানুষকে ঈদ সামগ্রী দিলো ফ্রেন্ডস এ্যাসোসিয়েশন

সরাদেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উজেলায় চলমান রয়েছে লকডাউন। এর কবলে আয়-রোজগার কমেছে শ্রমজীবী মানুষদের। তারা ঈদুল ফিতরের দিনে ভালো কিছু খাবেন এ নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। এসব মানুষদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদের দেয়া হয়েছে উপহার সামগ্রী।

সোমবার (১০ মে) বিকেলে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ৩০০ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে ‘এসএসসি-২০০৩ ফ্রেন্ডস এ্যাসেসিয়েশন’ নামের একটি সংগঠন। সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ ও সাবান ইত্যাদি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ, থানার ওসি মাসুদ রানা, স্কুল প্রধান শিক্ষক এনশাদ আলী, সংগঠনটির ফরহাদ হোসেন লিমন, আশরাফুল ইসলাম ও শামসুজ্জোহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top