নওগাঁয় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বন্ধু সেবা সংস্থার

নওগাঁ থেকে সজিবুর রহমান সজিব | প্রকাশিত: ১২ মে ২০২১, ২১:৩৩

নওগাঁয় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার বন্ধু সেবা সংস্থার

বন্ধু সেবা সংস্থা এর উদ্যোগে দক্ষিণ নুরুল্যাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ আনন্দ ভাগাভাগি ২০২১ উপলক্ষে১২০টি পরিবারকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সংগঠন সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃজামিনুর রহমান, মামুনুর রহমান মামুন প্রধান শিক্ষকদক্ষীন নুরুল্যাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়, এছাড়াও সদস্য, মোঃ সোহান,আব্দুর রশিদ, মোশারফ হোসেন, প্রমুখ ।

বন্ধু সেবা সংস্থা এর সদস্য দের সাথে কথা বলে জানা যায় ২০১৭ সালে সংগঠনটি “বন্ধু সেবা সংস্থা ” নামে যাত্রা শুরু করে। এরপর থেকে সংগঠনের সদস্যর নগদ অর্থের উৎসাহিত করে আসছে। বর্তমানে বন্ধু সেবা সংস্থা ” মান্দার অসহায় মানুষের কাছে একটি ভরসার নাম।

বছরের প্রায় মাসেই আমরা মান্দার বিভিন্ন স্থানে “অর্থ দিয়ে সেবা করে আসছি। যাতে করে আমাদের মত সবাই নিজেদের উপর্জনের থেকে কিছু টাকা গরিব অসহায় মানুষকে সহায়তা করতে পারে।

করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের মধ্যে ১ম দফায় ৫০ টি ও ২য় দফায় আরো ১২০টি সর্বমোট ১৭০টি পরিবারের মধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করি।

২০২০ সালে ঈদ উপলক্ষে সহয়তা করি এবারও সকলের সর্বাত্মক সহযোগীতা তাই ২০২১ সালের রমজানেও পূর্বের ন্যায় আজ আমরা গতবছরের চেয়ে বেশি মানুষকে নগদ অর্থ ও ঈদ সামগ্রী দিয়ে সুবিধাবঞ্চিত মানুষ কে সহয়তা করছি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top