হিলি দিয়ে দু দেশে যাতায়াত শুরু হচ্ছে।
হিলি থেকে | প্রকাশিত: ১৪ মে ২০২১, ০৫:১৮
দীর্ঘ ১ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশী পাসপোর্ট যাত্রী পারাপার আবারও শুরু হচ্ছে।
হিলি ইমিগ্রেশন ওসি সেকেন্দার আলী জানান,করোনা প্রতিরোধে ২৩ মার্চ ২০২০ সাল হিলি ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেন সরকার। করোনা মহামারীর কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি স্বাভাবিক থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ করে দেন সরকার। সরকারী সিদ্ধান্তে ১৬ মে রবিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে আবারও পাসপোর্ট যাত্রী পারাপার শুরু হবে।
বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ,উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান ও থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ইমিগ্রেশন পরিদর্শন করেন এবং যাত্রী পারাপার ও করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।