২০ ঘণ্টা পর হিলি দিয়ে আবারো আমদানি-রপ্তানি শুরু
হিলি থেকে | প্রকাশিত: ১৮ মে ২০২১, ০১:৪৯
জিরো পয়েন্ট এলাকায় বিএসএফ কর্তৃক অস্থায়ী শেড নির্মাণের অনুমতি পাওয়ায় প্রায় ২০ ঘণ্টার পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
সোমবার সকালে ভারতীয় ব্যবসায়ী ও বিএসএফ সদস্যদের সাথে কয়েক দফা বৈঠক শেষে শেড নির্মাণের অনুমতি মেলায় সকল কার্যক্রম চালু করেন বাংলাদেশের হিলির ব্যবসায়ীরা। অনুমতি পাবার পর সকাল সাড়ে পণ্যবাহী একটি ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ বলেন, রবিবার জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্ট যাত্রীদের জন্য একটি শেড নির্মাণের কাজ শুরু করলে বিএমএফ বাঁধা প্রদান করে পরে অনুমতি না পাওয়ায় আমরা ভারতের সাথে সকল কার্যক্রম বন্ধ করে দেয়। তবে আজ সকালে কয়েক দফা বৈঠক শেষে শেড নির্মাণের অনুমতি মেলায় আবারো আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।