লক্ষ্মীপুর বন্ধু-সভার উদ্যোগে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ১৯ মে ২০২১, ২১:৪০

লক্ষ্মীপুর বন্ধু-সভার উদ্যোগে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার (১৯মে) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে প্রথম আলো বন্ধুসভা জেলা কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, প্রথম আলোর রায়পুর প্রতিনিধি এবিএম রিপন, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস,দীপ্ত টিভির জেলা সংবাদ দাতা তাপস সাহা, সাংবাদিক কামাল হোসেন, যমুনা টিভি প্রতিনিধি আনিস কবির, লক্ষ্মীপুর বন্ধুসভার উপদেষ্টা মাহতাব উদ্দিন আরজু, আশরাফুল ইসলাম, সভাপতি সান্তন চন্দ্র দাস, সহ-সভাপতি রিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট অনিম জোবায়ের, যুগ্ম সাধারন সম্পাদক রাজীব হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ শাকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর হোসেন ফাহাদ, অর্থ সম্পাদক ইসমাইল খান সুজন, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজিম হোসেন, মেঘ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফাহাদ বিন বেলায়েত, সবুজ বাংলাদেশের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাবু, অগ্রযাত্রা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ওমর ফারুক, আব্দুল কাদের প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের ঘটনা ন্যাক্কারজনক। দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় মানববম্ধন থেকে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top