রোজিনাকে হেনস্তা ও মিথ্যা মামলার প্রতিবাদে
হিলিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
হিলি থেকে | প্রকাশিত: ২০ মে ২০২১, ২৩:১৬
প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার নেতৃত্বে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে হিলিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাকিমপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ আরো অনেকে।
বক্তাগণ বলেন, সাংবাদিক নির্যাতনকারী কাজী জেবুন্নেছার দুর্নীতি, অনিয়ময়ের মাধ্যমে দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। অবিলম্বে তার কালো টাকার সম্পদ বাজেয়াপ্তসহ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হোক। সেইসাথে রোজিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী করে সাংবাদিকদের এক কাতারে দাড়িয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।