হিলি ইমিগ্রেশন দিয়ে ২১ জন যাত্রী দেশে ফিরলেন

হিলি থেকে | প্রকাশিত: ২১ মে ২০২১, ২৩:২২

হিলি ইমিগ্রেশন দিয়ে ২১ জন যাত্রী দেশে ফিরলেন

কলকাতার বাংলাদেশী উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে দ্বিতীয় দিনে ভারতে আটকে পড়া ২১ জন যাত্রী হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন। এনিয়ে মোট ৫৮ জন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী দেশে এসেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় থেকে বিকেল পর্যন্ত ভারতের হিলি চেকপোস্ট দিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।

হিলি ইমিগ্রেশনের ওসি সেকেন্দার আলী জানান, সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ২য় দিনে বৃহস্পতিবার ১১ নারী ও ১০ জন পুরুষসহ মোট ২১ জন বাংলাদেশী যাত্রী দেশে ফিরেছেন। তিনি আরো জানান, ভারত অভ্যন্তরে আরো বাংলাদেশী আটকা আছে তাদেরকে পর্যায়ক্রমে নেওয়া হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন,ভারত থেকে ফেরা ২১ জন বাংলাদেশিকে র‌্যাপিড কিটসের মাধ্যমে করোনা টেস্ট করানোর পর উপজেলা বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌহিদ আল হাসান জানান, হিলি চেকপোস্ট দিয়ে ২ দিনে আটকে পড়া ৫৮ জনের করোনা টেস্ট করানো হয়েছে। এবং সকলেই সুস্থ আছেন। এ পর্যন্ত কোন পজিটিভ রুগী পাওয়া যায়নি।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: হিলি


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top