মাস শেষে নিলামে উঠছে মোংলা বন্দরে পড়ে থাকা ১৫৫ গাড়ি

বাগেরহাট প্রতিনিধি: | প্রকাশিত: ২৩ মে ২০২১, ২১:৩৩

মাস শেষে নিলামে উঠছে মোংলা বন্দরে পড়ে থাকা ১৫৫ গাড়ি

নিলামে উঠছে দীর্ঘদিন ধরে মোংলা বন্দরে পড়ে থাকা ১৫৫টি রিকন্ডিশন্ড গাড়ি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৩০ মে গাড়িগুলো নিলামে তুলতে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মোংলা কাস্টম হাউসের কমিশনার হোসেন আহম্মেদ জানান, মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৫৫টি গাড়ি নিলামে বিক্রির প্রক্রিয়া হাতে নিয়েছে কর্তৃপক্ষ। সব কার্যক্রম সম্পন্ন করে ৩০ মে গাড়িগুলো নিলামে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) পক্ষ থেকে বন্দরে পড়ে থাকা গাড়ির নিলাম কার্যক্রম আগামী সাত মাস বন্ধ রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও মোংলা কাস্টমস কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।

বারভিডার সভাপতি আবদুল হক বলেন, করোনাকালীন পরিস্থিতিতে গাড়িগুলো নিলামে উঠলে নিলাম মোটরযান খাতের প্রকৃত বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তাই গাড়ির নিলাম অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার দাবি জানিয়ে এনবিআর এবং মোংলা কাস্টমস কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top