গোবিন্দগঞ্জে অনিয়ম
প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন, বিপণন ও পরিবহণ
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২৪ মে ২০২১, ২৩:৪৩
গাইবান্ধা জেলায় অন্যান্য উপজেলার ন্যায় সবচেয়ে বেশী গোবিন্দগঞ্জে প্রায় ৫০টির অধিক পয়েন্টে নির্বিচারে চলছে ড্রেজার দিয়ে নদী থেকে দিনে-রাতে অবৈধ ভাবে বালু উত্তোলন,বিপণন ও পরিবহন।
প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন,বিপণন ও পরিবহন। মাঝে মধ্যে লোক দেখানো কিছু অভিযান হলেও বালু উত্তোলন কারীরা কিছুই মনে করছেন না। যাদের নামে নিয়মিত মামলা হয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না।
জরিমানার করার পড়ে আবারো তারা বালু উত্তোলন ও বিপণন চালিয়ে যাচ্ছেন। অবৈধ ভাবে নদী থেকে ভূগর্ভস্থ বালু উত্তোলনে হুমকির মুখে বাড়ী ঘর,রাস্তাঘাট, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ,ব্রিজ,মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বীরশহীদের গণকবরসহ ফসলী জমি,৩৩হাজার ভোল্টের বৈদ্যুতিক টাওয়ার।
দেখা যায়, উপজেলার করতোয়া ও কাটাখালি নদীর রঘুনাথপুর বাধেঁ,শাকপালা বাঁধ এলাকায়, সাপমারা ইউপির কামারপাড়া, চকরহিমাপুর, সাহেবগঞ্জ,তালুককানুপুর ইউনিয়নের সমস্ পাড়াসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০টি পয়েন্টে চলছে ড্রেজার ও স্কাভেটর দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও ড্রাম ট্রাক দিয়ে বালু পরিবহন।
এসব পয়েন্টে ড্রাম ট্রাক,ট্রাক্টরের সারি বদ্ধ ভাবে আনা নেয়ার লম্বা লাইন দেখে যে কারো মনে হবে যেন অবৈধ ভাবে বালু উত্তোলনের মহাউৎসব চলছে। আর যত্রতত্র ভাবে বালু উত্তোলনের ফলে রাস্তঘাট নষ্ট হয়ে একদিকে যেমন চলাচলে অযোগ্য পড়েছে। অপরদিকে ধুলা স্তুপ পড়ে গেছে,ড্রাম-ট্রাক চলচল করলেই ধুলা এলাকার বসতবাড়ীতে ঢুকে বাসাবাড়িতে থাকার অযোগ্য পরিবেশ হয়ে পড়েছে।
আর বালু দস্যুরা অসাধু কিছু লোকের সাথে আঁতাত করে নির্বিচারে বালু ব্যবসা করে আসছে। এখন এ এলাকায় অবৈধ বালু উত্তোলনের নিরাপদ জায়গা হওয়ায় এখানকার বালু রংপুরের পীরগঞ্জ,সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় যাচ্ছে।এই বালু উত্তোলনে শুধু ক্ষতিই নয় সরকার কোটি-কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
এবিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজির হোসেন সাংবাদিকদের জানান, ইতিপূর্বে আমরা বেশ কিছু অভিযান পরিচালনা করেছি। এবং কিছু নিয়মিত মামলা দায়ের হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ সাংবাদিকদের বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জোরদার অভিযান পরিচালনা করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।