গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি খুলে দেয়ার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
গোপালগঞ্জ | প্রকাশিত: ২৫ মে ২০২১, ২০:১৮
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) খুলে দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়ার দাবীতে বিভিন্ন লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।
মানববন্ধন চলাকালে অর্থনীতির বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমন মোল্লা, একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সালমা জাহান, আইন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সাবিক হোসেন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অনতিবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হোক। আমরা আর ঘরে বসে থাকতে চাই না, ক্লাসে ফিরতে চাই। দেড় বছর যাবত আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ। এতে আমরা সেশনজটে পড়ছি এবং লেখাপাড়ায় পিছিয়ে পড়ছি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি মানববন্ধন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।