শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাড়ীতে চলাচলের রাস্তা কাটা তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ২৫ মে ২০২১, ২৩:৩৬

ঘোড়াঘাটে কাটা তারের বেড়া দিয়ে রাস্তার প্রতিবন্ধকতা

দিনাজপুরের ঘোড়াঘাটে নিরীহ আবু তাহের মিয়ার বাড়ীতে চলাচলের রাস্তাটি কাটা তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আবু তাহের বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ঘোড়াঘাট থানায় অভিযোগ দাখিল করেছে।

উপজেলার শীধলগ্রাম (কাশিয়াতলা) গ্রামের মৃত আলতাফ হোসেনের পুত্র আবু তাহের তার অভিযোগে উল্লেখ করেছেন, তার দাতা ও পিতার আমলে বাড়ীতে চলাচলের এ রাস্তাটি ১২ মে রাতে তারই বৈমাত্রিক ভাই আবুল বাশার গংরা কাটা তারের বেড়া দিয়ে ঘিরে নেয়। ফলে তাকে পার্শ্ববর্তী কবরস্থানের জায়গা দিয়ে চলাচল করতে হচ্ছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে ২০১২ সালে তার বৈমাত্রিক ভাইয়েরা একই ভাবে রাস্তাটিতে গর্ত খুঁড়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ পূর্বক সমাধান করেন নেন। দীর্ঘ ৮/৯ বছর পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি করেছে তারা। বিষয়টি তাৎক্ষনিক স্থানীয় মহৎ মাতব্বরদের ডেকে সে ঘটনাটি দেখায় ।

এ ব্যাপারে বাদী চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতা বিষয়ে বৈমাত্রিক ভাইদের সাথে কথা বলতে গেলে তারা জনসংখ্যা বেশি হওয়ায় তাকে নানা ভয়ভীতি দেখাচ্ছে। বাদী আরও দাবী করেন বাড়ীতে চলাচলের রাস্তাটিতে তিনি ও তার ভাই ০২ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত। যা চলমান জরিপে তাদের নামে রেকর্ডভূক্ত রয়েছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসন।

 

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top