পার্বতীপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ২ কিশোর গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুর থেকে | প্রকাশিত: ২৬ মে ২০২১, ০১:৫৪

পার্বতীপুরে প্রতিমা ভাংচুরের অভিযোগে ২ কিশোর গ্রেফতার

দিনাজপুরের পার্বতীপুরে মহাদেবের প্রতিমা ভাংচুরের অভিযোগে পুলিশ দুই কিশোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

জানা যায়, সোমবার দুপুরে সোয়া ২টার দিকে উপজেলার মমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর বড়ঘাট কেন্দ্রীয় মহাশ্মশান ঘাটে মহাদেব মন্দিরের মহাদেবের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে উক্ত মন্দিরের সভাপতি ও সেবাইত রামচন্দ্র রায় বাদী হয়ে ৩ শিশু কিশোরের নামে পার্বতীপুর মডেল থানায় মামলা একটি মামলা করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে দুই শিশু কিশোর কে গ্রেফতার করেছে।

তারা হচ্ছে, পার্শ্ববতী চন্দ্রপুর হাফেজের ডাঙ্গা গ্রামের আলম শেখের পুত্র ৮ম শ্রেণীর ছাত্র খাদেমুল ইসলাম (১৪) ও নবিজল শাহের পুত্র ৯ম শ্রেণীর ছাত্র হাফিজুল ইসলাম (১৩)। মামলার অপর আসামী ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র (১০) পলাতক রয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top