লক্ষ্মীপুর পানিবন্দি ১০০ পরিবারের মাঝে জেলা প্রশাসনের শুকনা খাবার বিতরণ
লক্ষ্মীপুর থেকে | প্রকাশিত: ২৮ মে ২০২১, ০০:৪৩
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চররমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরী ঘাটের বেড়িবাঁধ এলাকায় জোয়ারের পানিতে পানিবন্দি ও ভাসমান বেদে পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
বুধবার রাত ৮টায় ১০০ বেঁদে পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুপ ছৈয়ালসহ নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ।
এসময় পরিবার প্রতি মুড়ি,চিড়া,বিস্কুট, গুড়,চিনি,দুধের প্যাকেট, মোমবাতি, দিয়াশলাই সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।পরে লঞ্চঘাট পরিদর্শন করেন, ফেরিঘাটে সংশ্লিষ্ট সকলকে এ বৈরী আবহাওয়ায় যাতে সরকারের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ ও ফেরী চলাচল বন্ধ থাকে তার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: লক্ষ্মীপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।