সুনামগঞ্জে অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধন করেন পরিকল্পনা

সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ২৮ মে ২০২১, ০১:৫৪

সুনামগঞ্জে বেসরকারি ভাবে অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

স্বাস্থ্যখাতে পিছিয়ে থাকা হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জে বেসরকারি ভাবে ৭তলা বিশিষ্ট ২৫টি ওয়ার্ডে ১৬০টি, ১৫টি কেবিনসহ ৭০জন স্টাফ নিয়ে অত্যাধুনিক খন্দকার আলকাছ এন্ড আমিনা হাসপাতালের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। বৃহস্পতিবার দুপুরে শুভ উদ্বোধন করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় এক একর আড়াই শতক ভূমির উপর প্রতিষ্ঠিত নিজস্ব ভবনে এ হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। জরুরী বিভাগ, আউটডোর, অভিজ্ঞ ডাক্তারদের চেম্বার ও উন্নতমানের ডায়াগনিস্টিক সেবা চালু থাকবে। প্রচলিত মার্কেট রেট অনুযায়ী তাদের স্বাস্থ্য সেবা দেয়ার অঙ্গিকার নিয়েই এর যাত্রা শুরু করল।

উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে। সরকারের পাশাপাশি বেসরকারী খাতেও অভূত উন্নতি সাধিত হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরে এ ধরনের বহুতল ভবন ও অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদিসহ খন্দকার আলকাছ এন্ড আমিনা হাসপাতাল পরিচালনায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জ রেল লাইন আসবেই এবং সেই সাথে বিমান বন্দরও স্থাপনের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এ সময় উপস্থিত ছিলেন নবনির্মিত হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলকাছ উদ্দিন, জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: শামসুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top