১১ দিনে ভারতে আটকেপড়া ১৩৩ জন যাত্রী দেশে ফিরেছেন
হিলি থেকে | প্রকাশিত: ৩০ মে ২০২১, ২০:২২
কলকাতার বাংলাদেশ উপ-হাই কমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ পত্র নিয়ে ১১ দিনে ভারতে আটকেপড়া ১৩৩ জন যাত্রী(বাংলাদেশী) দিনাজপুর জেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ১৯ মে থেকে ২৯মে পর্যন্ত ভারতের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এসব আটকেপড়া বাংলাদেশী যাত্রীরা।
হিলি ইমিগ্রেশনের ওসি সেকেন্দার আলী জানান,সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ভারতে আটকে পড়া বাংলাদেশী যাত্রীরা দেশে ফিরেছেন, ভারতের অভ্যন্তরে বাংলাদেশী যাত্রী যারা আটকা পড়ে আছে তাদেরকে পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আল হাসান জানান, হিলি চেকপোস্ট দিয়ে ১১ দিনে আটকেপড়া মোট ১৩৩ জনের করোনা টেস্ট হয়েছে। তাদের মধ্যে ১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে । তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, ভারত থেকে ফেরা বাংলাদেশীদের তাৎক্ষনিক র্যাপিড এমটিআইজেইএন কিটসের মাধ্যমে করোনা টেস্ট করানোর পর হাকিমপুর ও বিরামপুর উপজেলার কয়েকটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
এছাড়া অন্যান্য রোগ আক্রান্তদের যেমন কিডনি ও লিভার ক্যান্সারে আক্রান্তদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও রংপুর মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।