শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

৭ জেলায় লকডাউনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মে ২০২১, ২০:৫৬

৭ জেলায় লকডাউনের সুপারিশ
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এ বিষয়ে বিকেলে সিদ্ধান্ত নেয়া হতে পারে।
 
জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।
 
এ বিষয়ে রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য-বিষয়ক কমিটির একজন সদস্য বলেন, শনিবার (২৯ মে) এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এসব জেলায় সংক্রমণ বেশি।
 
তিনি আরো বলেন, বিশেষজ্ঞ কমিটি সুপারিশ স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবে। মন্ত্রণালয় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
 
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আটজন করোনা পজিটিভ শনাক্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাকি চারজন উপসর্গ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন।
 
এনএফ৭১/আরএইচ/২০২১



পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top