বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পলাশবাড়ীতে ট্রলি উল্টে চালক নিহত

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ৩১ মে ২০২১, ০৭:৪৬

পলাশবাড়ীতে ট্রলি উল্টে চালক নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে চালক জিয়াউর রহমান (২৩) নিহত ও দু’জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদী ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউর উপজেলার টেংরা গ্রামের খায়ের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠুটিয়াপাকুর বাজারের কাছে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে প্যালাসাইডিং নির্মাণের জন্য সড়কের উপর পাথর-বালু রাখা ছিল। রাতে পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী কাঠ বোঝাই একটি ভটভটি ওই বালু-পাথরের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জিয়াউরের মৃত্যু হয়। এসময় আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top