হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশীসহ ১৪২ জন

হিলি থেকে | প্রকাশিত: ১ জুন ২০২১, ২১:১১

হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশীসহ ১৪২ জন

কলকাতার বাংলাদেশী উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে আজও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন ভারতে আটকে পড়া আরো ৬ বাংলাদেশী। এ নিয়ে এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন মোট ১৪২ জন।

আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ ইমিগ্রেশন তারা দেশে ফিরেন। পরে করোনা এন্টিজেন টেস্টে শেষে তাদেরকে স্থানীয় আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর এ আলম জানান,কঠোর স্বাস্থ্যবিধি মেনে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশী যাত্রী পারাপার কার্যক্রম চলছে।এখন পর্যন্ত এই ইমিগ্রেশ মোট ১৪২জন যাত্রী এসেছেন।

তারা সকলেই করোনা নেগেটিভ সনদ নিয়ে আসছেন তারপরও আমরা তাদের করোনা টেস্ট করছি। এখন পর্যন্ত এ্ই ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে দেশে ফেরা ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top