আশুলিয়ায় গ‌্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬

আশুলিয়া থেকে | প্রকাশিত: ২ জুন ২০২১, ১৮:৪৬

ফাইল ছবি

আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় বুধবার (২ মে) ভোর ৫টার দিকে একটি বাসায় গ‌্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর লাগা আগুনে ছয় জন দগ্ধ হয়েছেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন—হাসিম, আদুরী, আউয়াল, রেনু, আফিয়া এবং আফরোজা।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনা ঘটেছে ভোর ৫টার একটু পরে। আমাদের খবর দেওয়া হয়েছে আরও পরে। আমরা গিয়ে অগ্নিদগ্ধ ৬ জনকে ঢাকা মেডেক‌্যালের বার্ন ইউনিটে পাঠানোর কথা নিশ্চিত হই।’

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, সকালে আশুলিয়া থেকে ছয় জন দগ্ধ রোগীকে ভর্তি করা হয়েছে। তারা সকলে চিকিৎসাধীন আছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top