করোনা সংক্রমণ রোধে খুলনায় কঠোর বিধিনিষেধ
খুলনা থেকে | প্রকাশিত: ২ জুন ২০২১, ২২:৫৯
মহামারি করোনা সংক্রমণ রোধে খুলনায় ৪ জুন থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বুধবার (২ মে) জেলা প্রশাসক কার্যালয়ে করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, করোনা সংক্রমণ রোধে জেলায় লকডাউনের প্রয়োজন নেই, বিধিনিষেধ থাকবে।
তবে খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় সব ধরনের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সভায় জানানো হয়, খুলনা মহানগরীর সদর থানা সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় করোনার সংক্রমণ কিছুটা বেশি হওয়ায় ৪ জুন থেকে এক সপ্তাহের জন্য জরুরি সেবা এবং কাঁচাবাজার বাদে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।
এছাড়া, খুলনা জেলার বাকি থানা এলাকায়ও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব প্রতিপালনে কঠোর নজরদারি করা হবে।’
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।