শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে

সৈয়দপুর কিন্ডারগার্ডেন উন্নয়ন সমিতির মানববন্ধন

নীলফামারী থেকে | প্রকাশিত: ৩ জুন ২০২১, ০৭:০৫

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সৈয়দপুর কিন্ডারগার্ডেন উন্নয়ন সমিতির মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে নীলফামারীর সৈয়দপুর কিন্ডারগার্ডেন উন্নয়ন সমিতি। বুধবার (২ মে) সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ওই মানবববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী বরাবরে এ সংক্রান্ত একটি স্মারকলিপি ইউএনও মাধ্যমে প্রদান করা হয়েছে। এতে ৩২টি কিন্ডারগার্ডেনের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন, মুসলিম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আব্দুস সোহাদ, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পরিচালক শফিকুল আলম, শেরে বাংলা কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ শেখ ওমর শরীফ, দেস পাবলিক স্কুলের পরিচালক কুতুব উদ্দিন আলো, ইকরা বাংলাদেশ মাদ্রাসা অধ্যক্ষ আলহাজ্ব কারী মাকসুদুর রহমান, মা ইসক্লুসিভ স্কুলের পরিচালক হোমায়রা বিলকিছ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বক্তব্যে বলেন, দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা পেলেও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা বেতন-ভাতা না পেয়ে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এবং শিক্ষকদের সার্বিক দিক বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানান।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top