ঘোড়াঘাটে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাট থেকে | প্রকাশিত: ৬ জুন ২০২১, ০৬:২৮

ঘোড়াঘাটে ফিতা কেটে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।

“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ই জুন) প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

এ সময় প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকের অনুপস্থিতিতে তার পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহমেদ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা রুমানা আকতার রুমি।

এছাড়াও খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরী ও শাহ নেওয়াজ। এ মেলায় মোট ২৪টি স্টল স্থান পেয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম।

এনএফ৭১/এনজেএ/২০২১





পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top