• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সৈয়দপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু

নীলফামারী থেকে | প্রকাশিত: ৭ জুন ২০২১, ০৪:৫৬

সৈয়দপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু

ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২১ (৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত)। এ উপলক্ষে রবিবার (৬ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী ।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল হাসনাত মিথু, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম, কৃষি সম্প্রসাধারণ কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান

সেই সাথে ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, পৗর কাউন্সিলর আব্দুল খালেক সাবু, জোবায়দুর রহমান শাহীন, নজরুল ইসলাম রয়েলসহ উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়নের তহশিলদার ও ভূমি মালিকরা ।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম জানান, আগামী ৩০ জুন থেকে ম্যানুয়াল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর নেওয়া বন্ধ হবে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান তিনি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top